ঢাকার দোহার উপজেলায় অসহায় বন্যার্তদের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে। গত ২৪ জুলাই থেকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর শামসুউদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে এ লঙ্গরখানা থেকে খাবার বিতরণ কার্যক্রম চলছে। প্রয়াত শামসুউদ্দিন শিকদার স্মরণে শিকদার পরিবারের নিজস্ব অর্থায়নে শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন সাত শতাধিক বন্যা কবলিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় বলে জানান উদ্যোক্তারা।
তারা জানান, লঙ্গরখানাটি পরিচালনার জন্য প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করছেন ডায়মন্ড শিকদার, মিঠু শিকদার, প্রিন্স শিকদার, বাবু শিকদার, ডলার শিকদার, রশিদ বেপারী সহ আরো অনেকে।
লঙ্গরখানার ব্যবস্থাপনায় রয়েছেন চঞ্চল শিকদার, মুকসুদ শিকদার, টিটু শিকদার, হাসান, শিকদার, কালাম শিকদার, আসানুর শিকদার, মো. রহিম ফকির, নুর আলম, রুবেল খান সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.