ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও আমাদের সময়ের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর। শনিবার দিবাগত রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি এলাকায় তার উপর এ হামলার ঘটনা ঘটে।
আহত নাজমুল ওই ইউনিয়নের খানেপুর গ্রামের মোঃ মানিকের ছেলে। তাকে ঢাকার শ্যামলীর জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
নাজমুল জানান, শনিবার দোহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলেন।মোটরসাইকেল করে সে রাহুৎহাটি আসার পর মুখোশ পড়া ২জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র দেখে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেস্টা করলে পিছন থেকে আঘাত করলে তার হাত ও পায়ে মারাত্বক জখম হয়। আহতবস্থায় নাজমুল পাশ্ববর্তী জাগরনী চক্র ফাউন্ডেশনে আশ্রয় নিলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় জাগরনী চক্র ফাউন্ডেশনের সদস্যরা তাকে প্রথমে বান্দুরা মর্ডাণ ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ার রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। রবিবার দুপুর দেড়টায় তার অস্ত্রোপচার হয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহ্ত মোবাইলটি এখনো পাওয়া যায়নি।
জাগরনী চক্র ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোঃ সাইমুন জানান, রাতে নাজমুল রক্তাক্ত অবস্থায় এসে তাকে জানিয়েছিল তার উপর আক্রমনকারীরা দুইজন ছিল। তাদের মুখ ঢাকা ছিল। হাতে ছিল ধাঁরালো অস্ত্র।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হরগোবিন্দ সরকার বলেন, নাজমুলের ডান হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিসার জন্য রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের ছোট ভাই নয়ন জানান, সকালে ভাইয়ের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। হামলাকারীরা ডাকাত হলে মোটরসাইকেলটি তো ফেলে যেত না। এতেই বুঝা যায় ঘটনাটি পরিকল্পিত। যারা আমার ভাইকে কুপিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তাদের উচিত বিচার দাবি করছি।
এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত শুরু করেছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.