যুক্তরাজ্যের ১৮টি সক্রিয় মানবাধিকার সংগঠন র্যালি করেছে। শনিবার ওয়েস্ট মিনিষ্টারের পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট প্রদক্ষিণ করে র্যালিটি। নানা শ্লোগান সম্বলিত ব্যানার ফ্যাষ্টুনসহ র্যালীতে অংশ নেয় যুক্তরাজ্যে বসবাসরত মানবাধিকার সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
মানবাধিকার সংগঠনগুলো হলো- পিচ ফর বাংলাদেশ, সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস (এসডিআর), নিরাপদ বাংলাদেশ চাই ইউকে (এনবিসি), ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইট কনসার্ন, রাইট মুভমেন্ট ইউকে, স্ট্যান্ড ফর বাংলাদেশ, ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েজ ফর জাস্টিস, ভয়েজ ফর জাস্টিস এন্ড রাইটস, ভয়েজ ফর জাস্টিস, হোয়াইট পিজিয়ন।
র্যালী আয়োজনের সমন্বয়ক সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির ইউকে প্রতিনিধি অলিউল্লাহ নোমান। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এমবিই, এম এ মালিক, তেহরিক-এ-কাশ্মিরের সেক্রেটারি সলিসিটর রায়হানা ইয়াসমিন আলী, মানবাধিকার সংগঠন গুলোর পক্ষে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মো. মাহিন খান, পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান ও আইনজীবি মো. ডলার বিশ্বাস, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, ব্যারিষ্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, বিপ্লব পোদ্দার, মেজর অব জাকির হোসেন, অনলাইন অ্যাক্টিভিষ্ট মো. তরিকুল ইসলাম, মুসলিম খান, সাবেক ছাত্র নেতা রায়হান উদ্দিন, কমিউনিটি নেতা আবদুল্লাহ আল মুনিম, মানবাধিকার কর্মী মো. তারিকুল ইসলাম, নওশিন মোস্তারি মিয়া সাহেব প্রমুখ।
বক্তারা বাংলাদেশে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
মন্তব্য করুন