1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 12:14 am

দোহার ও নবাবগঞ্জে ইউপি ভোট ৩১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : Saturday, December 18, 2021
  • 1906 Time View

ষষ্ঠ ধাপে ঢাকার দোহার ও নবাবগঞ্জ সহ ২১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা যায়, ৬ষ্ঠ ধাপে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে এবং দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুর এই ৫টি ইউনিয়নে নির্বাচন হবে। তবে রাইপাড়া সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category