ঢাকার দোহারে অসহায় ও দুস্থদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জয়পাড়ায় দুই শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ ইসমাইল হোসেন।
তিনি বলেন, ২য় ধাপে লকডাউনের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের পাশে ছিল। আজ আমরা দোহারের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদ বস্ত্র বিতরণ করছি। এসময় মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারী, সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান, জয়েন্ট সেক্রেটারি ডাঃ হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ যুবায়ের আহমাদ সাকী , দোহার পৌরসভা শাখা সভাপতি আলহাজ্ব আজম খান, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান প্রমুখ।