আমদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ‘ইছামতি’। শৈশবের কত স্মৃতি রয়েছে এই ইছামতির সাথে। গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা, নৌকা ভ্রমণ আরও কত-কি! বর্তমান ইছামতিকে দেখলে তেমনি বুকটা বেদনায় ভরে উঠে। আজ ইছামতি নদী মৃতপ্রায়। ভাবতে আবাক লাগে, যে নদীর জলে গা ভাসিয়ে বড় হয়ে উঠা সে নদীতে আজ অনেকটা পানি শূণ্য। আবার জাগবে কি ইছামতি, ফিরে পাবে কি তার আপন পথ ?
-কাজী সাদ্দাম হোসেন, বড় কাউনিয়াকান্দি, বারুয়াখালী, নবাবগঞ্জ।
মন্তব্য করুন