ঢাকার দোহারে বন্যা কবলিত অসহায় ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিলাসপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যা কবলিত ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
মন্তব্য করুন