1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টার:
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৮৩০ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দুরা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির।

খেলায় পুরান তুইতাল ফুটবল একাদশ সংঘ এবং নতুন বান্দুরা অরুণাচল সংঘ অংশ নেয়।
খেলা শুরুর পর থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের মধ্যে। প্রথমে গোল করে এগিয়ে যায় তুলতাল ফুটবল একাদশ। কিন্ত ১ মিনিটের মধ্যেই নতুন বান্দুরা অরুনাচলের প্রসনজিৎতের দুর্দান্ত গোলে সমতা ফেরেন অরুনাচল সংঘ। নির্ধারিত সময়ের এক এক গোলে খেলা সমাপ্তি করলেও পরে ট্রাইবেকারের মাধ্যমে ৩-১ গোলে নতুন বান্দুরা অরুণাাচল সংঘ জয়লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান রতন, সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, সদস্য মাইনুল ইসলাম, আরিফ হাসান, সহিদুল বিশ্বাস, শুভ্র, ইব্রাহিম খলিল মানিক, লাভলু, হায়দায়, মুক্তার খান, আলমগীর হোসেম বিলু প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ