বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নিয়ে কাজের নামে হয়রানি ও হেনস্তার অভিযোগে দালাল চক্রের ৩ সদস্যকে আটক করেছে বিআরটিএ (আদালত -১)। এসময় ২ জনকে কারাদন্ড ও ১ জনকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে ক্যাম্পের আনসার বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
এসময় দক্ষিন কেরানীগঞ্জের মোকামপাড়া এলাকার কাঞ্চনের ছেলে শাহাদৎ (২৬) কে ৭ দিনের ও একই এলাকার নাসিরের ছেলে রানা (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জিসানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, অভিযানে ২ জনের অপরাধ প্রমানিত হওয়ায় বিনাশ্রম কারাদন্ড আর ১ জনকে নগদ অর্থ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বিআরটিএ কে দালাল মুক্ত করার জন্য আমাদের এ অভিযান চলমান থাকবে। তবে এ ক্ষেত্রে বিআরটিএ তে আসা সেবা গ্রহিতাদেরও সচেতন হতে হবে।
মন্তব্য করুন