ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের নারী চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের আয়োজনে মি. লিওনার্ড ডি ক্রুজ এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন পলাশ একাদশ বনাম লিটন ফ্রেন্ডস ক্লাব। খেলাটি ৩/৩ গোলে সমতা হয়।
ক্লাবের সভাপতি স্বপন গমেজ খাঁ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডিঃক্রুজ।
খেলার উদ্বোধক গোবিন্দপুর ইয়ুথ ক্লাবের সভাপতি শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী।
ক্লাবের সাধারন সম্পাদক ভ্যালেন্টাইন অর্ঘ্য ডিঃক্রুজ ও জনি মোল্লা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক মেম্বার মি. টমাস রোজারিও, ৮নং ওয়ার্ড এর মেম্বার লিটন সিকদার, ছোটগোল্লা সমাজের সমাজপতি বিমল গমেজ খাঁ, ছোটগোল্লা ক্রেডিটের চেয়ারম্যান তরুণ রোজারিও এবং ঢাকা হাউজিং এর ম্যানেজার জন গমেজ।
Leave a Reply
You must be logged in to post a comment.