স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা’র ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’ (৪র্থ পর্যায়) অর্থায়নে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা ব্যয়ে ৬৫০ জোড়া বেঞ্চ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লাখ টাকা ব্যয়ে চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে।
সারাদেশের উপজেলা পর্যায়ের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় বলে জানা যায়।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ, আরএমও ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.