ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী বাবুল।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেন্দ্র কুমার হালদার, মো. মোস্তফা, রতন মন্ডল, মজনু বেপারী, সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
মন্তব্য করুন