ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার সকাল এগারোটায় বিদ্যালয়ের শরফুদ্দিন আাহমেদ সেমিনার কক্ষে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের গভনিংবডির সভাপতি নবাবগঞ্জ উপজেলার আওয়ামীলীগের আহবায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
বিশেষ অতিথি ছিলেন কৈলাইল টেকন্যিকাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান।
আরোও উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য মো. আকতার হোসেন, কলেজ শাখার গভর্নিং বডির সদস্য মো. নাসির উদ্দিন ও মো. বাবুল হোসেন, বিদ্যালয় শাখার গভর্নিং বডির সদস্য মো. সিরাজুল হক (সবুজ), মো. মতিউর রহমান, সংরক্ষিত সদস্য সাথী আক্তার, শিক্ষকদের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, আঞ্জুমনারা রীমা, বাবু বিনয় কুমার কির্তনীয় সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.