ঢাকার নবাবগঞ্জে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এর আয়োজন করেন।
খেলায় উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংগ্রহণ করেন।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আশিকুর রহমান জুয়েল।
প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকগণ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.