1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২২ বার দেখা হয়েছে

ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল-এ বাংলা ও ইংরেজি ভার্সনে সহকারী শিক্ষক পদে ৬ জন ও শিক্ষক পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সহকারী শিক্ষক -৬ জন
(ইংরেজি-২ জন, গণিত-২ জন, পদার্থ বিজ্ঞান-১ জন, রসায়ন-১ জন)

সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয়ে সম্মান/স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। ইংরেজি ভার্সনে অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। শিক্ষকতা পেশায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার শিক্ষার জন্য স্ব স্ব বিষয়ে সনদ ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষক (ইংরেজি ভার্সন)- ২ জন
সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয়ে সম্মান/স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। ইংরেজি ভার্সনে প্লে গ্রুপ থেকে স্টান্ডার্ড-৫ পর্যন্ত ক্লাস নেয়ার দক্ষতা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। হবে।

আবেদনের নিয়মাবলী:
১। আবেদনকারীকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নিজ ইউনিয়ন/ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের অনুলিপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র অবশ্যই আগামী ২০/০২/২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/ ই-মেইল: : libertyintschool@gmail.com (স্বহস্তে লিখিত আবেদনপত্রের স্ক্যানিং কপিসহ উল্লিখিত কাগজপত্র)-এ পরিচালক লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল, পৌরসভা রোড, দক্ষিণ জয়পাড়া, দোহার, ঢাকা-১৩৩০-এর বরাবরে পৌঁছাতে হবে।
২। আবেদনকারীকে খামের উপর নাম, পদের নাম ও বিষয় এবং প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৩। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। অত্র বিজ্ঞপ্তির আংশিক কিংবা সম্পূর্ণ অংশ কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করতে পারবে।
৪। ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর।
৫। উল্লেখ্য, বিদ্যালয়টি ঢাকা শহর থেকে ৪০ কি.মি. দূরে ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত। সুতরাং আবেদনকারীকে উপজেলা পর্যায়ে বসবাসের মানসিকতা সম্পন্ন হতে হবে।

পরিচালক
(প্রশাসন ও মানব সম্পদ)

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ