ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৪ মেম্বার প্রার্থী করছেন সম্প্রীতির ভোট। ভোটের দিন কেন্দ্র ও তার আশেপাশে বেশির ভাগ সময়ই একসাথে আড্ডায় ব্যস্ত ছিলেন তারা।
এলাকাবাসী জানান, নির্বাচনের আগেই এলাকার জনগণ, উন্নয়ন ও শান্তির স্বার্থে তারা শপথ নিয়েছিলেন, কেউ কোনও প্রকার প্রভাব বিস্তার করবেন না। কেউ কারও প্রতি বা কোনও ভোটার অথবা কেন্দ্রে প্রভাব বিস্তার করবেন না। শেষ অবধি তারা নিজেদের শপথ রেখেছেন। জয় করেছেন ভোটার ও এলাকাবাসীর মন।
মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে তাদের একসাথে বসে থাকা একটি ছবি ভাইরাল হয়। ফলে প্রশংসায় ভাসছে ৪ প্রার্থী।
ওই মেম্বার প্রার্থীরা হলেন- বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী জিয়াউদ্দিন, তালা প্রতীকের আ. মান্নান, মোরগ প্রতীকের শুকুর আলী ও ফুটবল প্রতীকের জাহাঙ্গীর আলম। নির্বাচনে জিয়াউদ্দিন ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া আ. মান্নান ৫৪৪ ভোট, জাহাঙ্গীর আলম ২৫৩ ভোট ও শুকুর আলী পান ১১১ ভোট।
৪ প্রার্থী জানান, এলাকার স্বার্থে সম্প্রীতির ভোট করবেন বলে শপথ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ ভোটাররা।
এছাড়া বান্দুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তিন প্রার্থী সুকুমার হালদার, ত্রিশুল দাস ও মন্টু হালদারকেও দীর্ঘক্ষণ আড্ডা দিতে দেখা গেছে।
উপজেলার বেশির ভাগ ইউনিয়নে মেম্বার প্রার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকলেও চেয়ারম্যানদের সম্পর্ক ছিল উল্টো।
মন্তব্য করুন