ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে নির্বাচন আচরণ বিধি অমান্য করায় এবং সড়ক পরিবহন আইন ও সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৬টি মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।
বুধবার উপজেলার বক্সনগর গালিমপুর ইউনিয়নের বাজার ও আন্ধার কোঠা এলাকায় এবং বৃহস্পতিবার আগলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দুইদিনে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৪ জনকে, সড়ক ও পরিবহন আইন অমান্য করার দায়ে ১০ জনকে এবং সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ, নির্মূল) আইন অমান্য করায় ২ জনকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।
অরুণ কৃষ্ণ পাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হচ্ছে। অন্যথায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় প্রার্থীদের আচরণ বিধিমালা সম্পর্কে সচেতন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.