ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লটাখোলা বিলেরপাড় এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
নির্বাচিত হতে পারলে চেয়ারম্যান নয় জনগনের সেবক হিসেবে কাজ করবেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন। মানুষের কল্যানে কাজ করার জন্যই তিনি নির্বাচনে এসেছেন বলে জানান। তিনি আরো বলেন, নির্বাচন না হওয়ায় এতদিন আপনার সিট মহলবাসীর মতো জীবনযাপন করেছেন। যার কারনে এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হতে পারলে এলাকায় উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গিকার করেন।

মো. সায়েব আলী শেখ এর সভাপতিত্বে ও মো. জুবায়ের খাঁনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নুর এ আলম, মোরশেদ আলী মল্লিক, মো. সালাম. রমজান মোল্লা, মানিক খান, রাশেদ খান, মো. মাসুদ, মো. জাহাঙ্গীর, মো. নান্টু খান, আজগর হোসেন, সুমন, আলমগীর খন্দকার, রাব্বি, জামাল. জাকির, হারুন, নিবির, রমজান, মারুফ, আওলাম, রুহুল, আলামিন, জিহাদ, মনির ও রানা সহ আরো অনেকে।
মন্তব্য করুন