ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিজয় র্যালী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিঘীরপাড় দলের কার্যালয় থেকে বিজয় র্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতৃবৃন্দরা পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শেষে দলের পক্ষ থেকে সকল শহীদদের ম্মরণে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
র্যালীতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক টিএম মাহফুজ, সহ সাংগঠনিক সম্পাদক মো, শাহীন আহমেদ, নবাবগঞ্জ থানা শাখার সভাপতি কবির শিকদার, সাধারণ সম্পাদক বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্কাস মিয়া, মাওলানা আজহারু ইসলাম সদর মোজাহিদ কমিটি ও ইমাম ও খতিব ধাপারী বাজার জামে মসজিদ, সাবেক সভাপতি হাজী শাহালম, থানা যুব আন্দোলন সভাপতি হযরত মাওলানা শেখ বোরহান উদ্দিন ও অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্য করুন