ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাদের হোসেন বুলু’কে নির্বাচিত করা হয়েছে।
রোববার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষকলীগের এক সভায় কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ্রের নির্দেশে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে অব্যাহতি দিয়ে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সভায় কৃষিবিদ বাবু সমীর চন্দ্র, সংগঠনকে গতিশীল করতে সকল কৃষক নেতৃবৃন্দকে এক সাথে কাজ করার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মো. আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক সংগঠকগণ।
মন্তব্য করুন