ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামলীগের আহবায়ক শাহীন আহমেদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জান রাসেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক এহসান আরাফ অনিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনসহ আরো অনেকে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থীতা করেছে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতা-কর্মীরা। সভাপতি পদে প্রার্থী হয়েছে নাজমুল হোসেন রাতুল, গাজী মাসুম বিল্লাহ জুয়েল, আশিক আহমেদ প্রেম, জাহিদ শরীফ বাপ্পি, ইমতিয়াজ আহমেদ বিপ্লবসহ আরো অনেকে।
সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাহমুদ উল্লাহ ইপ্তি, জসিম আহমেদ রিপন, শবনম আক্তার, মোঃ সোহেল, হৃদয় আহমেদ বিপু প্রমুখ।
উক্ত সম্মেলনে শেষে প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে দুদিন পর প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.