ঢাকার দোহার উপজেলায় আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বাঁশতলা নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের ভিতরে থাকা আসবাবপত্র।
গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির মালিক আবুল কালাম।
তিনি জানান, শুক্রবার ভোর বেলা তার ছেলের স্ত্রী গ্যাসের চুলায় রান্না রেখে পাশের ঘরে গেলে চুলায় সংযুক্ত সিলিন্ডারের পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পরে। এসময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ ১টি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৪৫হাজার টাকা। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.