ঢাকার দোহারে ধ্বসে যাওয়া পদ্মা বাঁধের ক্ষতিগ্রস্থ পয়েন্ট পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দেওয়ান আইনুল হক ও উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিশু সহ একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
শুক্রবার দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পানকুন্ডু এলাকায় পদ্মা বাধের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বাধে এ ধসের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অপরিকল্পিত বালু উত্তোলন দীর্ঘদিনেও বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নির্মল রঞ্জন গুহ।
মন্তব্য করুন