1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

করোনায়ও দোহার নবাবগঞ্জের উন্নয়ন থেমে থাকেনি: সালমান এফ রহমান

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫২২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, করোনার থাবায় দীর্ঘ দুই বছর ধরে পুরো বিশ্ব থমকে গিয়েছে। তবে এসময় দোহার ও নবাবগঞ্জে কোন উন্নয়ন কর্মকান্ড থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে আমরা মহামারী করোনা ভাইরাসকে মোকাবিলা করেছি। শুধু তাই নয়, বিশ্বে এখনো অনেক দেশ টিকা পায়নি। কিন্ত আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশের সঙ্গে সঙ্গে টিকা পেয়েছি। দোহার ও নবাবগঞ্জে যথেষ্ট টিকা রয়েছে। আপনার যত দ্রুত সেই টিকা নিয়ে নিবেন। এতে সবাই নিরাপদ থাকবেন। শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে দেওতলা নবারুন সংঘের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তেেব্য তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, আমরা মহামারী কাটিয়েছি। মহামারী কাটিয়ে আবার অর্থনীতির চাকা সচল হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও দেশের উন্নয়ন অব্যাহত ছিল। তিনি আরো বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই দুই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নগুলোতে আমি যাব। তখন উন্নয়নের কথা তুলে ধরবো। স্থানীয়দের সাথে কথা বলবো।

এসময় তিনি নৌকা বাইচের আয়োজক কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ