মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার থেকে ৯শ পিচ ইয়াবাসহ ২জনকে আটক করেছে র্যাব-১১।
আটকৃতরা হলেন উপজেলার ভাগ্যকুল সারেংপাড়া গ্রামের মৃত আমির মোল্লার ছেলে মো. জহির মোল্লা (২৮) এবং একই গ্রামের শাহজাহান শেখের ছেলে রুকু শেখ (২৫)।
র্যাব জানায়, সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার ভাগ্যকুল বাজারে অভিযান চালিয়ে আদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শ্রীনগর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন