মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়ায় অভিযান চালিয়ে ১৪৬ পিস ইয়াবাসহ মো. তোষারফ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তোষারফ হোসেন স্থানীয় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন