1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

করোনায় দোহারে আরও দুইজনের মৃত্যু, শনাক্তের হার ৪৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১১৭১ বার দেখা হয়েছে

করোনা আক্রান্ত হয়ে ঢাকার দোহার উপজেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৭ জুলাই) মৃত্যু হয় তাদের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার দোহার এলাকার মোরশেদ বেপারী (১১০) ও সুতারপাড়া গ্রামের মো. আলী (৬৪)। মোরশেদ বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর পিতা।

করোনা আক্রান্ত হওয়ায় নিয়ম মেনে দুইজনের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা টিম।

এদিকে দোহারে নতুন করে আরও ৪০ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৫ জুলাই পাঠানো ৯৫ জনের নমুনা থেকে ৪০ জনের করোনা পজিটিভ আসে। সনাক্তের হার ৪২.১১ শতাংশ। এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৯৬ জনে। সুস্থ্য হয়েছে ৮৮৪ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ