কেরানীগঞ্জে শেখ রাসেল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে আমবাগিচা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ইস্পাহানী নদীধারা বহুমুখী সমাজ কল্যান ও মরহুম বাবর আলী স্মৃতি সংসদ অংশগ্রহন করে। সীমিত ৮ ওভারের খেলায় ১২ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানী নদীধারা বহুমুখী কল্যান সমিতি।
অনুষ্ঠানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের (কেন্দ্রীয় কমিটি) অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, যুবলীগ নেতা মাহমুদ আলম, আ’লীগ নেতা মীর আসাদ হোসেন টিটুসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.