ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ওয়ার্ড কৃষকলীগের চলমান সম্মেলন সম্পন্ন করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন। সভায় তিনি উপজেলার ১২৬টি ওয়ার্ডের কৃষক লীগের কমিটি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমেদ রিন্টু, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল। উপজেলা সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন