করোনা পরিস্থিতির কারনে দ্বিতীয় দফায় পেছাল ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির নির্বাচন। সবশেষ আসছে ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছেনা। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।
তিনি জানান, সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে নির্বাচনের তারিখ জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে, প্রথম দফায় ১০ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সরকার ঘোষিত লকডাউনের কারনে সে তারিখ পিছিয়ে ১২ এপ্রিল করা হয়। করোনা পরিস্থিতির কারণে ১২ এপ্রিলের ভোটগ্রহণ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এ নির্বাচনে ৯৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মন্তব্য করুন