ঢাকার দোহার উপজেলায় ভুল চিকিৎসায় নাসিমা বেগম (৫০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে সবুজ ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে। নিহত নাসিমা উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত ইয়াসিন মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে দাঁতের চিকিৎসার জন্য উপজেলার জয়পাড়া সবুজ ডেন্টাল কেয়ারে যান তিনি। সেখানে স্থানীয় টেকনোলজিষ্ট শেখর রায় তাকে ইঞ্জেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান নাসিমা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ হয়েছে বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই ও অভিযোগকারী জসিম খান বলেন, আমার বোনকে ভূল চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।
এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন