1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

দোহার মাতিয়ে গেলেন মিতু আশরাফী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০২০ বার দেখা হয়েছে

গানে দোহার মাতিয়ে গেলেন মিষ্টি কন্ঠের গায়িকা মিতু আশরাফী। সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার লটাখোলা-চরজয়পাড়া মন্দির প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করেন ঢাকা থেকে আসা মিতু আশরাফী। লালনগীতি ও ফোক গান সহ বিভিন্ন ধরনের গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন উদীয়মান এই শিল্পী। মিতু আশরাফীর গানের প্রশংসা করেন সাংস্কৃতিক সন্ধায় আসা দর্শক শ্রোতারাও।

ছোটবেলায় গানের হাতেখড়ি বাবা মান্নান আশরাফীর কাছে। যে কারণে গানের সুর ও তালে রয়েছে মিতু আশরাফীর অন্যরকম আবহ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান করছেন দীর্ঘদিন ধরে। বেশ কয়েকটি যৌথ অ্যালবামে কন্ঠ দিয়েছেন তিনি। অচিরেই একটি একক অ্যালবাম মুক্তি পাবে তার। ইউটিউব চ্যানেলেও রয়েছে মিতু আশরাফীর জনপ্রিয় কয়েকটি গান।

শিল্পী জীবন প্রসঙ্গে মিতু আশরাফী বলেন, গানের প্রতি ভালবাসা থেকেই মনপ্রাণে গানটাকে গেঁথে নিয়েছি। আমার বাবাই আমার শিল্পী জীবনের মূল প্রেরণা। ছোটবেলা থেকে শুরু করেছি এখনো শিখছি। ভবিষ্যতে আরও ভালকিছু করতে চাই, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ