1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

নবাবগঞ্জে পাস্কেল চালস্ গমেজ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে বক্সনগর দিঘিরপাড় (বিডিএফসি)’র উদ্যোগে পাস্কেল চালস্ (পিসি) গমেজ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পৃথক দুটি চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বিডিএফসির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া।

উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বড় বক্সনগর খ্রীষ্টান সমাজপতি রিচার্ড মুকুল গমেজ বেপারী। বিডিএফসি ক্লাবের সভাপতি শামিমূল আহাদ রনক এতে সভাপতিত্ব করেন।

চূড়ান্ত খেলায় পৃথক দুটি দল অংশগ্রহণ করেণ এতে জুনিয়র দল গোলাপ বনাম সূর্যমুখী। অন্যটি ঘুঘু বনাম শালিক দল। প্রথমে সূর্যমুখী দল গোলাপকে ও পরে ঘুঘু দল শালিক দলকে হারিয়ে দল দুটি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। খেলা দুটি পরিচালনা করেন রাহুল কুমার সরকার ও মাহমুদুল কবির মুমাদ।

ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, বড় বক্সনগর জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি এমএ মান্নান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এমএ করিম, সাবেক পরিচালক দুদক মোজাম্মেল হক, আ.লীগের আহবায়ক কমিটির সদস্য বার্নাড তপন গমেজ, বীর মুক্তিযোদ্ধা মাধব চন্দ্র সরকার, আশরাফ উদ্দিন লস্কর, র্চালস সুবল গমেজ, সালাম সিদ্দিক।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. সাব্বির হোসে, বেলায়েত হোসেন স্বাধীন, শাহিনুর আলম,সামছুনাহার, আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ । খেলা শেষে অতিথিদের হাত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোররা পুরস্কার গ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ