ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দৌলতপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন আহমেদ, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হক পিলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মুরাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমারত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক বুলবুল আহমেদ, সুজন আহমেদ ও শাহীন ফকির।
পরে সাইদুর রহমান মনিরকে সভাপতি আব্দুল কাদেরকে সম্পাদক ও কৃষ্ণ মন্ডল শিপনকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
মন্তব্য করুন