ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজারে ভাষা শহীদদের স্মরণে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। তাশুল্লা বাংলাবাজার তরুণ সমাজ খেলাটির আয়োজন করেন।
খেলায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। খেলায় চ্যাম্পিয়ন জয় তাশুল্লার বিশাল ফ্রেন্ডস ক্লাব।
তাশুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাকের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক নয়নশ্রী ইউপি চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মাসুদ মোল্লা, যুবলীগ নেতা রাকিব পত্তনদার, মুরাদ আলী শিকদার, মীর খোকন, খোকন মোল্লা, সাইফুল ইসলাম মুকুল, স্থানীয় শেখ তারিফ হোসেন, সমীর মন্ডল সহ আরো অনেকে।
খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিপ্লব হোসেন জয়, অনিক মন্ডল, শ্যামশীল, রাসেল কাজী, শেখ শহিদুল ইসলাম, শেখ শান্ত প্রমুখ।
মন্তব্য করুন