1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

দোহারে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৪১ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদক থেকে দুরে থাকতে ও সমাজের ভাল কিছু করার প্রত্যয় নিয়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলার ফাইনালে সূর্যমুখী ক্লাব বনাম সোনার বাংলা ক্লাব অংশগ্রহণ করে। এতে (২-০) সেটে সোনার বাংলা ক্লাবকে হারিয়ে জয়লাভ করে সূর্যমুখী ক্লাব। দক্ষিণ জয়পাড়া যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান জামাল আহমেদ-এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মিজান।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশিকুর রহমান সোহেল, ফারুক আহমেদ, জয়পাড়া হাইস্কুল মার্কেট ও হাসপাতাল রোড ব্যবসায়িক সমিতির সাবেক সাধারন সম্পাদক কবির আহমেদ, ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এসএম সিদ্দিকুর রহমান, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, ফজলুর রহমান চৌধুরী, বাবুল কন্টাকটার, মো. জয়নুদ্দিন (জসিম), লিয়াকত চোকদার, মিন্টু চোকদার, নুরুল ইসলাম, মুক্তার হোসেন। খেলা পরিচালনা করেন এনামুল কবির হাসান, সাহিদুজ্জামান হিরা, মফিজুর রহমান ও মো. মুসলেম। খেলায় ম্যান অব দা ম্যাচ হয় বিজয়ী দলের মো. সাব্বির।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ