জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এতিম ও দুস্থদের মাঝে মৌসুমী ফল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগ সভাপতি আবু জাফর জাকির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ইফতেখার হোসেন দুলু, আবুল হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, কৃষক নেতা স্বপন কুমার সরকার, জাহিদ হায়দার উজ্জল, আবুল কালাম সহ আরো অনেকে।
মন্তব্য করুন