ঢাকার দোহারে কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৩০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিল গণকল্যাণ সোসাইটি। এ উপলক্ষে শুক্রবার (২১ আগষ্ট) জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এস. এম. বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় পুকুরিয়া কয়লা খনির প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী (অতি:দা) কাজী ইসতিয়াক হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কোষাধ্যক্ষ ভবতোষ রাজবংশী, সদস্য সোহাগ, আব্দুল কাদের, আবু কায়সার জুয়েল, সোহেল মাহমুদ, হাসান কাজী, কামরুল, মোয়াজ্জেম, ঠান্ডু সহ আরোও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাদী হাসান।
মন্তব্য করুন