ঢাকার দোহারে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে দোহার উপজেলা কৃষক লীগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন স্থানে আম, সেগুন, নিম, অর্জুন সহ বিভিন্ন রকমের ফলজ এবং ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান হিমু, সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, ঢাকা জেলা কৃষকলীগের সহ সভাপতি মো. পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. খালেক, মো. মিলন মাঝি, কৃষক লীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন