ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার হেমায়েতপুর সেনাবাহিনী মিডিয়া সেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রির কার্যক্রম শনাক্ত করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ঘটনাস্থলে কেরানীগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কলাতিয়ার রাকিব অটো নামের ব্যবসা প্রতিষ্ঠান মালিক কবির হোসেনকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরের মালিক হুমায়ুন কবিরকে ১০ হাজার টাকা ও হৃদয় স্টোরের মালিক আলতাফ হোসেনকে ১০ হাজার টাকা জড়িমানা করে আদায় করা হয়।
এসময় রাকিব অটো থেকে ১ হাজার লিটার ও বাকি দুই প্রতিষ্ঠান থেকে ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয় ও উদ্ধারকৃত জ্বালানি তেল অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
বেসামরিক প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়ে অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এলাকা নিরাপত্তা নিশ্চিত করে।
জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন