ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ সাহিদা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহিদা উপজেলার কাসি মলতা গ্রামের মো. রুবেলের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) এর অফিসার ইনর্চা সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে সাহিদাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন