জনগণই সকল ক্ষমতার উৎস। তাই কারো উপর কোনো কিছু জোড় করে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবুল আশফাক।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারে গণসংযোগ শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, জনগণ আমাদের কাছে কিন্তু অনেক কিছু আশা করে। ক্ষমতায় আসার পর আমরা যদি তাদের আশার প্রতিফলন ঘটাতে না পারি এবং আশা আকাঙ্খা পূরণ করতে না পারি তাহলে ক্ষমতা তো দীর্ঘস্থায়ী হবে না। আমরা তো জনগণের শাসক নই, আমরা জনগণের সেবক। তাদের সেবা নিশ্চিতের মাধ্যমেই আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে আমাদের সকলকে সব ভেদাভেদ ভুলে বিএনপিকে বিজয়ী করতে ও জনগণকে মেইনটেইন করার জন্য এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের কথা একটাই ৭১ এর স্বাধীনতার অপশক্তির হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে।
এসময় ওই এলাকার বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন