উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের ঐতিহ্যবাহী সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান সংলগ্ন পবিত্র জপমালা গির্জার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।
দিনব্যাপী এ আয়োজনে শ্রেণি ভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’-সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের নৃত্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানকে আরো প্রাণবন্তর করে তুলে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষকা ও অভিভাবকবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উচ্ছাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তা, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ আলম, প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, সরোজ গমেজ, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, টমাস মলয় গমেজ, উপাধ্যক্ষ পুস্প তেরেজা গমেজ, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম সহ প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মন্তব্য করুন