ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চূড়াইন ইউনিয়নের মরিচপট্টি বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
জানা যায়, দীর্ঘদিন ধরে চূড়াইন ইউনিয়নের বিভিন্ন বিলের কৃষিজমি থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। মরিচপট্টি বিল এলাকায় এস্কাভেটর (ভ্যেকু) দিয়ে মাটি কেটে অন্যত্র পরিবহনের খবর পেয়ে দ্রুত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন প্রশাসন। এসময় মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগ মোস্তাক খান (৫০) নামক এক মাটি ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান জানান, কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যক্তিগত লাভের জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রি বা উত্তোলন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন