নিজ এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষের ঘরে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী এবং নগদ টাকা পৌঁছে দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক লাবন্য ভূঁইয়া। একইসাথে নিজ দলের কর্মীদের হাতে তুলে দিয়েছেন ‘ঈদ উপহার’। শুক্রবার সহ কয়েকটি ধাপে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পাশাপাশি দোহার উপজেলায়ও তিনি খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। পরিবার ও নিজ অর্থায়নে তিনি এ কার্যক্রম পরিচালনা করেণ।
ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক লাবন্য ভূঁইয়া বলেন, করোনা সংকটের শুরু থেকে সাধ্য অনুযায়ী দোহার-নবাবগঞ্জের মানুষকে সহায়তা করে আসছি। করোনাকালে কোনভাবেই কর্মহীন মানুষগুলো যাতে অর্ধাহারে-অনাহারে কষ্টে না থাকে সে চিন্তা চেতনা কাজ করেছে সবসময়। আমি আমার তিন মাসের বেতনের পুরো অংশ আর শ্বাশুরীর দেয়া টাকায় করোনা সংকটের শুরুতে নবাবগঞ্জের ৫০০টি পরিবার এবং দোহারে ৫০টি পরিবারকে সহায়তা করতে পেরেছিলাম। একইসাথে দোহারে দরিদ্র মানুষকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা করেছি। সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে আজ (শুক্রবার) ২০০টি পরিবারকে খাদ্য সহায়তা করেছি। পাশাপাশি আরও ১০০ জনকে আর্থিক সহায়তা করতে পেরেছি। নবাবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের কর্মীদের হাতে তুলে দিতে পেরেছি ‘ঈদ উপহার’।
এভাবেই সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলেই বাস্তবায়ন হবে “শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।”
Leave a Reply
You must be logged in to post a comment.