ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এসকে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৮) ও মহসিন মল্লিক (৩৬) নামে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার পুরাতন বান্দুরা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে পুরাতন বান্দুরায় অভিযান চালিয়ে ১৪পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা ও ২টি মোটরসাইকেলসহ সোহাগ ও মহসিনকে আটক করে। এসময় সেনাবাহিনীর টহল দলকে দেখে মাদক ব্যবসায়ী নাজমুল বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। পরবর্তীতে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তা নাজমুলকে বাড়ি থেকে আটক করেন সেনাবাহিনী এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির ৩৮ হাজার ৩২০ টাকা।
আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য করুন