ঢাকার নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আগলা ইউনিয়নের বিএনপির সভাপতি এসএম শাহজাহান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, আগলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিজু খান, বিএনপি নেতা স্বপন চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন পল্টু, ওমর ফারুক, দুলাল হোসেন, আগলা প্রগতি সংঘের সভাপতি সফি উদ্দিন আহমেদ, যুবদল নেতা এসএম ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জুম্মান আলী, আসলাম খান, ইউপি সদস্য হায়দার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগমসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ।
শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।