শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্থানীয় অনুদানে কম্বল বিতরণ করা হয়। রোববার (১১ জানুয়ারী) বিকালে কারিতাস লাইট প্রকল্প ফার্মগেইট অফিসে স্থানীয় উন্নয়নমিত্র, প্রকল্পের শিশুশ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যদের উদ্যোগে শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কারিতাস লাইট প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা অসীম ক্রুশ বলেন, শীত মৌসুমে শ্রমজীবি শিশু ও প্রবীণ মানুষদের কষ্ট লাঘব করাই এই কর্মসূচীর মূল উদ্দেশ্য। এ সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।
শিশুশ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি মো: সালাউদ্দিন কারিতাস লাইট প্রকল্পের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।
এসময় ৩০টি শ্রমজীবি শিশু ও পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন