ঢাকার নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাসদু রানা মজনু ফাউন্ডেশন। শুক্রবার সকালে উপজেলার হাসনবাদ এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
মাসদু রানা মজনু ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আসা অতিথিরা। আগামীতে সংগঠনটি অসহায় মানুষদের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা তাদের।
সংগঠনটির কর্ণধার মাসদু রানা মজনু বলেন, মানুষ মানুষের জন্য এমন প্রত্যয় বুকে ধারন করে সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ মানুষের পাশে থাকার চেষ্টা করবো। এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবুর রহমান, বান্দুরা ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সদস্য জিয়াউদ্দিন মেম্বার, বান্দুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া, যুবদল নেতা কালাম মোল্লা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম, হাসনবাাদ ইসলামীয়া সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ঝিলু, ভাটারা থানার যুবদলের যুগ্ম আহবায়ক মো. আসলাম হাজী, দুবাই প্রবাসী শাহিন মোল্লা, স্থানীয় মো. শাহিন মনু, হামিদ মোল্লা, বাদশা মোল্লা, মুকুল মিয়া, মোক্তার মোল্লা, ওয়াহেদ আলী ও মালু মোল্লা।
মন্তব্য করুন