নবাবগঞ্জ উপজেলার দরিকান্দি ফ্রেন্ডস কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার রাতে দরিকান্দি সেভেন স্টার ক্লাবের পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা ২-০ সেটে গোবিন্দপুর কে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্না ভূইয়া। আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের হুজুর, মো. মামুন মিয়া প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার আবু নাঈম দোহারী ও খেলোয়ার হিল্লোল ও ইব্রাহিমের হাতে পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা
মন্তব্য করুন